বাক্য: একাধিক অর্থপূর্ণ পদকে পাশাপাশি ব্যবহার করে বক্তার মনোভাব যদি সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, তবে তাকে বাক্য (Sentence) বলে।
গঠন অনুসারে বাক্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা: (১) সরল বাক্য, (২) জটিল বাক্য এবং (৩) যৌগিক বাক্য।
১। সরল বাক্য: যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ‘একটি সমাপিকা ক্রিয়াবিশিষ্ট’ বাক্যকেই ‘সরল’ বাক্য বলেছেন। যেমন- সুমন বই পড়ে। এখানে ‘সুমন’ কর্তা এবং ‘পড়ে’ সমাপিকা ক্রিয়া।
বাক্য: একাধিক অর্থপূর্ণ পদকে পাশাপাশি ব্যবহার করে বক্তার মনোভাব যদি সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, তবে তাকে বাক্য (Sentence) বলে।
অর্থ অনুসারে বাংলা বাক্যসমূহকে ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় সাতটি ভাগে ভাগ করেছেন। যথা: