লেখক-পরিচিতি:
নাম : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
জন্ম ও পরিচয় : ১৮৩৮ খ্রিষ্টাব্দের ২৬ জুন পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে। তাঁর পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি পেশায় ছিলেন ডেপুটি কালেক্টর।
শিক্ষাজীবন : ১৮৫৮ খ্রিষ্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় উত্তীর্ণ প্রথম স্নাতকদের মধ্যে তিনি একজন।
কর্মজীবন : পেশাগত জীবনে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট।
সাহিত্যকর্ম :
উপন্যাস : দুর্গেশনন্দিনী (১৮৬৫), কপালকুণ্ডলা (১৮৬৬), মৃণালিনী (১৮৬৯) বিষবৃক্ষ (১৮৭৩), কৃষ্ণকান্তের উইল (১৮৭৮), ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, আনন্দমঠ (১৮৮২), চন্দ্রশেখর, রাধারাণী,
রজনী (১৮৭৭), সীতারাম (১৮৭৩), দেবী চৌধুরাণী (১৮৮৪), রাজসিংহ প্রভৃতি উল্লেখ্য, উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্র ‘Rajmohons Wife ’ নামে একটি ইংরেজি উপন্যাসও রচনা করেছেন।
প্রবন্ধ : লোকরহস্য, বিজ্ঞানরহস্য, কমলাকান্তের দপ্তর, সাম্য, কৃষ্ণচরিত্র, বিবিধ প্রবন্ধ ইত্যাদি।
বিশেষ কৃতিত্ব, পুরস্কার ও সম্মাননা : বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস স্রষ্টা হিসেবে (দুর্গেশনন্দিনী - ১৮৬৫) ‘সাহিত্যসম্রাট' সাহিত্যের রসবোদ্ধাদের কাছ থেকে প্রাপ্ত সম্মাননা।
জীবনাবসান : তিনি ১৮৯৪ খ্রিষ্টাব্দের ৮ ই এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন।