ছবি

ছবি
আবু হেনা মোস্তফা কামাল


আপনাদের সবার জন্যে এই উদার আমন্ত্রণ 🔒ব্যাখ্যা
ছবির মতো এই দেশে একবার বেড়িয়ে যান। 🔒ব্যাখ্যা
অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারি স্পট আমাদের নেই,
কিন্তু তাতে কিছু আসে যায় না- 🔒ব্যাখ্যা আপনার স্ফীত সঞ্ছয় থেকে 🔒ব্যাখ্যা
উপচে-পড়া ডলার মার্ক কিংবা স্টার্লিঙের বিনিময়ে যা পাবেন
ডাল্লাসে অথবা মেম্ফিস অথবা ক্যালিফোর্নিয়ার তার তুলনায় শিশুতোষ! 🔒ব্যাখ্যা
আসুন, ছবির মতো এই দেশে বেড়িয়ে যান 🔒ব্যাখ্যা
রঙের এমন ব্যবহার, 🔒ব্যাখ্যা বিষয়ের এমন তীব্রতা 🔒ব্যাখ্যা
আপনি কোন শিল্পীর কাজে পাবেন না, 🔒ব্যাখ্যা বস্তুত শিল্প মানেই নকল নয় কি🔒ব্যাখ্যা
অথচ দেখুন, এই বিশাল ছবির জন্যে ব্যবহৃত সব উপকরণ
অকৃতিম; 🔒ব্যাখ্যা
আপনাকে আরো খুলে বলিঃ এটা, অর্থাৎ আমাদের এই দেশ, 🔒ব্যাখ্যা
এবং যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান আপনাদের খুলে বলি,
সম্পূর্ণ নতুন একটি ছবির 🔒ব্যাখ্যা মত করে
সম্প্রতি সাজানো হয়েছে। 🔒ব্যাখ্যা
খাঁটি আর্যবংশদ্ভূত 🔒ব্যাখ্যা শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ত্রিশ লক্ষ কারিগর 🔒ব্যাখ্যা
দীর্ঘ নয় মাস দিন্রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। 🔒ব্যাখ্যা
এখনো অনেক জায়গায় রং কাঁচা-কিন্তু 🔒ব্যাখ্যা কী আশ্চর্য গাঢ় দেখেছেন? 🔒ব্যাখ্যা
ভ্যান গগ 🔒ব্যাখ্যা– যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে
সোনালি তুলে এনে
ব্যবহার করতেন 🔒ব্যাখ্যা-কখনো, শপথ করে বলতে পারি
এমন গাঢ়তা দেখেন নি! 🔒ব্যাখ্যা
আর দেখুন, এই যে নরমুন্ডের ক্রমাগত ব্যবহার 🔒ব্যাখ্যা-ওর ভেতরেও 🔒ব্যাখ্যা
একটা গভীর সাজেশান আছে 🔒ব্যাখ্যা-আসলে ওটাই এই ছবির- অর্থাৎ
এই ছবির মতো দেশের-থিম! 🔒ব্যাখ্যা


পাঠ-পরিচিতি
“ছবি” কবিতাটি আবু হেনা মোস্তফা কামালের প্রথম কাব্যগ্রন্থ ‘আপন যৌবন বৈরী’ থেকে সংকলিত হয়েছে। ছবি আবু হেনা মোস্তফা কামাল এ কবিতায় রোমান্টিক কবি নতুন স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশকে মহান শিল্পীর তুলিতে আঁকা একটি কালজয়ী ছবি হিসেবে কল্পনা করেছেন। কবি নিপুণ শব্দের ছবি এঁকে বুঝিয়ে দেন ত্রিশ লক্ষ খাঁটি বাঙালি-শিল্পী তথা শহিদের দীর্ঘ নয় মাসের শ্রমে-আত্মদানে সৃজিত হয়েছে এই ছবি। তাঁর নিশ্চিত ধারণা, রঙের জাদুকর শিল্পী ভ্যান গগও ছবিটিতে ছড়ানো রঙের আশ্চর্য গাঢ়তা কখনো দেখেননি। কবি মনে করেন, ছবিটিতে ব্যবহৃত অসংখ্য নরমুণ্ডের ব্যবহার ত্রিশ লক্ষ শহিদের আত্মদানের সংগ্রামী চেতনাকে ধারণ করে আছে, যা এই ছবির মতো দেশটির গৌরবময় স্মারক। ত্রিশ লক্ষ শহিদের রক্তস্নাত সুন্দর এই দেশ পরিদর্শনের জন্য কবি বিদেশিদের আমন্ত্রণ জানিয়েছেন কবিতায়।

   

উত্তর : কবির ভাষায়, এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম।

উত্তর : সোনা ও রূপার ওজন পরিমাপে মার্ক হিসাবের একক হয়ে কাজ করে।

উত্তর : ‘ছবি’ কবিতাটি গদ্য ছন্দে রচিত।

উত্তর : ‘ছবি’ কবিতায় উল্লিখিত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট উইলেম ভ্যান গগ।

উত্তর : ‘স্ফীত সঞ্চয়’ ফুলে ফেঁপে ওঠা সঞ্চিত অর্থ।


উত্তর : কবি বিদেশিদের ত্রিশ লক্ষ শহিদের রক্তস্নাত সুন্দর বাংলাদেশ পরিদর্শনের জন্য উদার আমন্ত্রণ জানিয়েছেন। 
কবির মতে, নতুন স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশ মহান শিল্পীর তুলিতে আঁকা উজ্জ্বল গাঢ় রক্ত রঙে রঙিন অসাধারণ শিল্পিত সুন্দর এক দেশ। খাঁটি বাঙালি শিল্পীর কঠোর তত্ত্বাবধানে দীর্ঘ নয় মাস দিনরাত পরিশ্রম করে ত্রিশ লক্ষ কারিগর গড়ে তুলেছে। এই ছবির অনেক জায়গায় কাঁচা রং অসম্ভব গাঢ়, যা বিখ্যাত শিল্পী ভ্যান গগ-ও হয়তো দেখেননি। আর রয়েছে নরমুণ্ডের ক্রমাগত গৌরবময় ব্যবহার। মূলত বাংলার গৌরবময় স্বাধীনতার রক্তরঞ্জিত ইতিহাসের শিল্প ছবি বিশ্বে তুলে ধরার জন্য কবি বিদেশিদের উদার আমন্ত্রণ করেছেন।


উত্তর :
শহিদের রক্তস্নাত নতুন স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশকে দেখার জন্য বিদেশিদের আমন্ত্রণ জানিয়েছেন। 
‘ছবি’ কবিতায় কবি নতুন স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশকে মহান শিল্পীর তুলিতে আঁকা একটি কালজয়ী ছবি হিসেবে কল্পনা করছেন। কবি নিপুণ শব্দের ছবি একে বুঝিয়ে দেন ত্রিশ লাখ খাঁটি বাঙালি শিল্পী তথা একাত্তরের মুক্তিযুদ্ধে শহিদের দীর্ঘ নয় মাসের শ্রমে-আত্মদানে সৃজিত হয়েছে এই ছবি। তাঁর নিশ্চিত ধারণা, রঙের জাদুকর বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভ্যান গগও ছবিটিতে ছড়ানো রঙের আশ্চর্য গাঢ়তা কখনো দেখেননি। তাই কবি ত্রিশ লাখ শহিদের রক্তস্নাত সুন্দর এই দেশ পরিদর্শনের জন্য বিদেশিদের আমন্ত্রণ জানিয়েছেন।


উত্তর :
প্রশ্নোক্ত পঙক্তিতে কবি বুঝিয়েছেন যে, এদেশে উল্লেখযোগ্য কোনো চিত্তাকর্ষক পর্যটনস্থল না থাকলেও তাতে কিছু আসে-যায় না, কারণ দেশটাই ছবির মতো সুন্দর।
‘ছবি’ কবিতায় কবি নতুন স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশকে মহান শিল্পীর তুলিতে আঁকা একটি কালজয়ী ছবি হিসেবে কল্পনা করেছেন। ত্রিশ লাখ শহিদের রক্তস্নাত সুন্দর এই দেশ পরিদর্শনের জন্য কবি বিদেশিদের আমন্ত্রণ জানিয়েছেন। কবি বলেছেন এদেশে চিত্তাকর্ষক পর্যটনস্থল নেই, তাতে কিছু আসে-যায় না, কারণ পুরো দেশটাই ছবির মতো সুন্দর । আর বাংলাদেশ নামক ‘ছবি’ কথাটির মহিমা বোঝাতেই কবি আলোচ্য উক্তিটি করেছেন। 


উত্তর :
‘স্ফীত সঞ্চয়’ বলতে ফুলে ফেঁপে ওঠা সঞ্চিত অর্থকে বোঝানো হয়েছে।
বিদেশিরা  বছরের একটি নির্দিষ্ট সময়ে বিদেশ ভ্রমণ করতে যায়। এজন্য তারা সারা বছর অর্থ সঞ্চয় করে রাখে। এ সঞ্চিত অর্থ নিজেদের পছন্দ মতো স্থানে বেড়াতে গিয়ে খরচ করে। মূলত ধনিক শ্রেণি মানুষের বাড়তি আয়ের অংশটা হচ্ছে স্ফীত সঞ্চয়।


উত্তর :
ডাল্লাস অথবা মেম্ফিস অথবা কালিফোর্নিয়া বাংলাদেশের তুলনায় শিশুতোষ জনসমাগম সৌন্দর্য ও আয়তনের দিক থেকে।
ডাল্লাস মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অন্যতম জনাকীর্ণ শহর, মেম্ফিস মিসিসিপি নদীর তীরে অবস্থিত অত্যন্ত সুন্দর একটি শহর। কালিফোর্নিয়াও আয়তনের দিক থেকে বৃহত্তম অঙ্গরাজ্য। তাই এই শহরগুলোর তুলনায় বাংলাদেশকে শিশুতোষ মনে হলেও স্বাধীনতা অর্জনের মর্যাদার দিক থেকে এ দেশটির স্থান অনেক উপরে এটা বোঝানো হয়েছে।



Score Board

১) কোনটি আবু হেনা মোস্তফা কামালের গীতি সংকলন? 

২) আবু হেনা মোস্তফা কামালের জন্মতারিখ কোনটি? 

৩) কোন জেলায় আবু হেনা মোস্তফা কামাল জন্মগ্রহণ করেন? 

৪) গোবিন্দা গ্রামে জন্ম নিচের কোন সাহিত্যিকের? 

৫) আবু হেনা মোস্তফা কামালের পেশা কী ছিল? 

Score Board