প্রাণ

প্রান
রবীন্দ্রনাথ ঠাকুর

লেখক পরিচিতি:

নাম রবীন্দ্রনাথ ঠাকুর।

জন্ম ও পরিচয় ২৫শে বৈশাখ ১২৬৮ (৭ই মে ১৮৬১ খ্রিষ্টাব্দ) বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।

বংশ পরিচয় পিতা:  মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর; মাতা: সারদা দেবী; পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। 

শিক্ষাজীব বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুর লাভ করেননি। কিন্তু সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার পদচারণা এক বিস্ময়ের বস্তু। বাল্যকালেই তাঁর কবিপ্রতিভার উন্মেষ ঘটে।

সাহিত্যকর্ম : কাব্যগ্রন্থ: মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালী, ক্ষণিকা, নৈবেদ্য, গীতাঞ্জলী, বলাকা, পূরবী, পুনশ্চ, বিচিত্রা, সেঁজুতি, জন্মদিনে,

          শেষলেখা বিশেষ উল্লেখযোগ্য।

উপন্যাস :  গোরা, ঘরে-বাইরে, চতুরঙ্গ, চোখের বালি, নৌকাডুবি, যোগাযোগ, রাজর্ষি, শেষের কবিতা প্রভৃতি।

ছোটগল্প : গল্পসল্প, গল্পগুচ্ছ।

নাটক : রক্তকরবী, ডাকঘর, চিরকুমার সভা, বিসর্জন প্রভৃতি।

পত্রসাহিত্য: ছিন্নপত্র।

প্রবন্ধ : বিচিত্র প্রবন্ধ, কালান্তর, পঞ্চভ‚ত, সভ্যতার সংকট, লোক সাহিত্য, সাহিত্য প্রভৃতি।


বিশেষ অবদান : মাত্র পনেরো বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয়। ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি এরঃধহলধষর: ঝড়হম ঙভভবৎরহমং সংকলনের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর সাধনায় বাংলা ভাষা ও সাহিত্য সকল শাখায় দ্রæত উন্নতি লাভ করে এবং বিশ^দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক ও অভিনেতা। কাব্য, ছোটোগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখাই তাঁর অবদানে সমৃদ্ধ হয়েছে।

উপাধি : বিশ্বকবি।

জীবনাবসান :  ২২শে শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দে (৭ই আগস্ট ১৯৪১ খ্রিষ্টাব্দে) কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

     মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,🔒ব্যাখ্যা
মানবের মাঝে আমি বাঁচিবার চাই।
এই সূর্যকরে এই পুষ্পিত কাননে
জীবন্ত হৃদয়-মাঝে যদি স্থান পাই!🔒ব্যাখ্যা 
ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত,
বিরহ মিলন কত হাসি-অশ্রুময়-
মানবের সুখে দুঃখে গাঁথিয়া সংগীত 🔒ব্যাখ্যা
যদি গো রচিতে পারি অমর-আলয়!🔒ব্যাখ্যা
তা যদি না পারি, তবে বাঁচি যত কাল
তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই,
তোমরা তুলিবে বলে সকাল বিকাল
নব নব সংগীতের কুসুম ফুটাই। 🔒ব্যাখ্যা
হাসিমুখে নিয়া ফুল, 🔒ব্যাখ্যাতার পরে হায়
ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায়।।🔒ব্যাখ্যা

উত্তর : _

Score Board
Score Board