বন্দনা
শাহ মুহম্মদ সগীর
লেখক পরিচিতি:
নাম : শাহ মুহম্মদ সগীর
জন্ম তারিখ: আনুমানিক ১৪-১৫ শতকের কবি।
বংশ পরিচয়
জন্মস্থান: তৎকালীন আরাকানের সাংস্কৃতিক রাজধানী চট্টগ্রাম।
তাঁর পিতা-মাতার পরিচয় সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। তিনি চট্টগ্রাম এক ফকির বংশে জন্মগ্রহণ করেন।
শিক্ষাজীবন ও কর্মজীবন : তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পর্কে তেমন কিছুই জানা যায় না। তবে অনুমান করা যায় যে, তিনি স্বশিক্ষিত ও সুপণ্ডিত ছিলেন। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দীন আজম শাহের সভাকবি ছিলেন।
সাহিত্যকর্ম
কাব্যগ্রন্থ: 'ইউসুফ জোলেখা'। তিনি এদেশের মুসলমানদের ধর্মকথা শোনানোর উদ্দেশ্যে মূলত কাব্য রচনা করেছিলেন।
সম্মাননা : তিনি সভাকবি হিসেবে গৌড়ের সুলতান গিয়াসউদ্দীন আজম শাহের রাজদরবারে বিশেষ মর্যাদা ও সম্মান লাভ করেন।
জীবনাবসান :আনুমানিক পনেরো শতক।
দ্বিতীয়ে প্রণাম করোঁ মাও বাপ পাত্র ।🔒ব্যাখ্যা
যান দয়া হন্তে জন্ম হৈল বসুধায় ॥🔒ব্যাখ্যা
পিঁপিড়ার ভয়ে মাও না থুইলা মাটিত ।🔒ব্যাখ্যা
কোল দিআ বুক দিআ জগতে বিদিত ॥🔒ব্যাখ্যা
অশক্য আছিলঁ মুই দুর্বল ছাবাল ।🔒ব্যাখ্যা
তান দয়া হন্তে হৈল এ ধড় বিশাল ॥🔒ব্যাখ্যা
না খাই খাওয়াএ পিতা না পরি পরাএ ।🔒ব্যাখ্যা
কত দুক্ষে একে একে বছর গোঞাএ ॥🔒ব্যাখ্যা
পিতাক নেহায় জিউ জীবন যৌবন।🔒ব্যাখ্যা
কনে বা সুধিব তান ধারক কাহন ॥🔒ব্যাখ্যা
ওস্তাদে প্রণাম করোঁ পিতা হন্তে বাড় ।🔒ব্যাখ্যা
দোসর-জনম দিলা তিঁহ সে আহ্মার ॥🔒ব্যাখ্যা
আহ্মা পুরবাসী আছ জথ পৌরজন ।
ইষ্ট মিত্ৰ আদি জথ সভাসদগণ ।
তান সভান পদে মোহার বহুল ভকতি ।
সপুটে প্রণাম মোহার মনোরথ গতি ॥🔒ব্যাখ্যা
মুহম্মদ সগীর হীন বহোঁ পাপ ভার ৷
সভানক পদে দোয়া মাগোঁ বার বার ।🔒ব্যাখ্যা
i. অপত্যস্নেহ
ii. সন্তান বাৎসল্য
iii. উদারতা
নিচের কোনটি সঠিক?