কপোতাক্ষ নদ


কপোতাক্ষ নদ

  মাইকেল মধুসূদন দত্ত




   কবি পরিচিতি: 

জন্ম  : ১৮২৪ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারি।  

মৃত্যু  :  ১৮৭৩ খ্রিষ্টাব্দের ২৯ জুন।

স্থান : যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে।

পিতার নাম : রাজনারায়ণ দত্ত

রচনাবলী  :  মহাকাব্য -মেঘনাদ বধ (১৮৬১)

গদ্য   :  হেকটর বধ (অসম্পূ)

কাব্য তিলোত্তমাসম্ভব কাব্য,  ব্রজাঙ্গনা ও চতুর্দশপদী কবিতাবলী

পত্রকাব্য  :   বীরাঙ্গনা

ইংরেজি কাব্য :  Captive Lady, Visions of the Past.

নাটক  :  কৃষ্ণকুমারী, পদ্মাবতী, শর্মিষ্ঠা, মায়াকানন।

প্রহসন :  একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।



সতত, হে নদ, তুমি পড় মোর মনে !🔒ব্যাখ্যা


সতত তোমার কথা ভাবি এ বিরলে; 🔒ব্যাখ্যা


সতত (যেমতি লোক নিশার স্বপনে


শোনে মায়া-মন্ত্রধ্বনি) তব কলকলে


জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে !🔒ব্যাখ্যা


বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে,


কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?


দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে ।🔒ব্যাখ্যা


 


আর কি হে হবে দেখা? - যত দিন যাবে,


প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে 🔒ব্যাখ্যা


বারি-রূপ কর🔒ব্যাখ্যা তুমি; এ মিনতি,🔒ব্যাখ্যা গাবে


বঙ্গজ জনের কানে, সখে, সখা-রীতে


নাম তার, এ প্রবাসে মজি প্রেম-ভাবে


লইছে যে নাম তব বঙ্গের সংগীতে।🔒ব্যাখ্যা





বিশেষ দ্রষ্টব্য :

চৌদ্দ-চরণ- সমন্বিত ভাবসংহত সুনির্দিষ্ট। চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণের স্তবককে অষ্টক (Octave) এবং পরবর্তী ছয় চরণের স্তবককে ষষ্টক (Sestet) বলে। অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষটক ভাবের পরিণতি থাকে । চতুর্দশপদী কবিতায় কয়েক প্রকার অন্ত্যমিল প্রচলিত আছে। যেমন, প্রথম আট চরণ : কখখক কখখক। শেষ ছয় চরণ : ঘঙচ ঘঙচ । অথবা প্রথম আট চরণ : কখখগ কখখগ, শেষ ছয় চরণ : ঘঙঘঙ চচ। ‘কপোতাক্ষ নদ' একটি চতুর্দশপদী কবিতা। এখানে মিলবিন্যাস : কখকখ কখখক গখগ ঘগঘ ৷










উত্তর : ২৫ শে জানুয়ারি, ১৮২৪।

উত্তর : সাগরদাঁড়ি, যশোর।

উত্তর :  কবি ও নাট্যকার।

উত্তর :  কপোতাক্ষের জলকে।

উত্তর : ঈধঢ়ঃরাব খধফু (১৮৪৯; ইংরেজিতে লেখা)। (ঈধঢ়ঃরাব অর্থ বন্দি)।

Score Board

_









_

_









_

_









_

_









_

_









_
Score Board